স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতশিল্পী রফিকুল আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী’তে ২৯টি গান গেয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান, বঙ্গবন্ধুকে নিয়ে তার গাওয়া ২৯টি গান বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানসহ বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ বেতার’সহ বিভিন্ন প্ল্যাটফরমে প্রচারিত হয়েছে। গানগুলো লিখেছেন ড. বায়েজীদ খুরশীদ, মোহাম্মদ রফিক উজ জামান, কবির বকুল, সাফাত খৈয়ম’সহ আরো বেশ কয়েকজন গীতিকার। গানগুলোর সুর করেছেন শেখ সাদী খান, মাকসুদ জামিল মিন্টু, প্রয়াত ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম, আনিসুর রহমান তনু’সহ আরো বেশ কয়েকজন। গানগুলো প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ‘যেহেতু আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী, তাই বঙ্গবন্ধুকে নিয়ে গানগুলোর প্রতি আমার পরম আবেগ ছিলো, ভালোবাসা ছিলো। দেশ মাতৃকার প্রতি আবেগ, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমি ভীষণ আবেগ দিয়ে গানগুলো গেয়েছি। গানগুলো গেয়ে আমি নিজেও ভীষণ তৃপ্ত। যারা লিখেছেন এবং সুর করেছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। সত্যি বলতে কী করোনাতে কিছু ভালো কাজ করতে পেরেছি, এটাই আমার মনের তৃপ্তি।’ রফিকুল আলম জানান, রবি’র উদ্যোগে প্রয়াত সমর দাসের সুর করা এবং নয়ীম গহরের লেখা গান ‘নোঙ্গর তোল তোল সময় যে হলো হলো’ গানটি তিনি আবার গেয়েছেন পাভেলের সঙ্গীতায়োজনে। তিনি বলেন, জীবনে এতো বৃহৎ পরিসরে কোন গান করিনি। এতে তারসঙ্গে আরো গেয়েছিলেন চিরকুটের সুমী এবং শাকিব। গানটির ভিডিও নির্মাণ করেছেন আবরার। এই কাজটি করে ভীষণ তৃপ্ত রফিকুল আলম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন