মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইতিহাস থেকে ‘হ্যাটট্রিক’ দূরত্বে রোনালদো

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদদের প্রথম ম্যাচের কথা নিশ্চয় মনে আছে। ঘরের মাঠে স্পোর্টিংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলে জয়ের দিনে দুর্দান্ত ফ্রি-কিক থেকে সমতাসূচক গোলটি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শৈশবের ক্লাবের বিপক্ষে করা গোলটি ছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় করা তার ৯৭তম গোল। আসরের সর্বোচ্চ গোলদাতার আসনটা ধরে রেখেছেন অনেক দিন হল। এবার প্রথম খেলোয়াড় হিসেবে তিন অঙ্গের ম্যাজিক ফিগার থেকে মাত্র (!) হ্যাটট্রিক দূরত্বে। আজই কি জাদুকরি সংখ্যাটা স্পর্শ করার সেই দিন পর্তুগিজ তারকার?
তিনবারের বিশ্বসেরার সাম্প্রতিক ফর্ম অবশ্য সে কথা বলে না। বার্নাব্যু দলের হয়ে শেষ দুই ম্যাচে ছিলেন নিষ্প্রভ। দলও হোঁচট খায় দু’বারই। শেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে অনুজ্জ্বল পারফর্মেন্সের কারণে তো কোচ জিনেদিন জিদান তাকে তুলেই নিলেন মাঠ থেকে। এ নিয়ে এখনো সরব স্প্যানিশ পত্রিকাগুলো। মাদ্রিদে আসার পর থেকে চোট ব্যতীত এই প্রথম নির্ধারিত সময়ের আগে মাঠ থেকে উঠতে হল রোনালদোকে। জিদান অবশ্য ভিন্ন যুক্তি দেখিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ড ম্যাচের কথা বিবেচনা করেই নাকি তাকে ২০ মিনিট আগে মাঠ থেকে তাকে তুলে নিয়েছিলেন।
হ্যাঁ, ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রæপ পর্বের দ্বিতীয় ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আজ বরুশিয়া ডর্টমুন্ড। প্রতিপক্ষ ডর্টমুন্ড বলেই হয়তো রোনালদোর কাজটা আরো কঠিন হতে পারে। এছাড়া খেলাটাও ডর্টমুন্ডের মাঠে, যেখানে জয়ের কোন রেকর্ড নেই রিয়ালের। ৫ ম্যাচের তিনটিতে জয় জার্মান ক্লাবটির, বাকি দুটি ড্র। টানা পঞ্চম জয়ের সন্ধানে মাঠে নামবে স্বাগতিকরা। আগের চার ম্যাচে প্রতিপক্ষের গোলের সামনে ২০ বার গোল উৎসব করেছে তারা। যেখানে রিয়াল প্রতিপক্ষের ডেরায় যাচ্ছে লিগে টানা দ্বিতীয় হোঁচট খাওয়ার স্মৃতি নিয়ে।
২০১৩/১৪ মৌসুমে আসরে শেষ সাক্ষাৎ হয়েছিল তাদের। ঘরের মাঠে ৩-০ গোলের জয় সেমিফাইনালের পথ সুগম করেছিল রিয়ালের। ডর্টুন্ডের মাঠে ২-০ গোলে হারের পরও দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে পরের রাউন্ডে পা রেখেছিল কার্লো আনচেলত্তির দল। ঠিক আগের মৌসুমে একই আসরে তাদের সাক্ষাৎ হয়েছিল দু’বার। গ্রæপ পর্বে দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে জিতেছিল রিয়াল। কিন্তু মেসিফাইনালে যা ঘটেছিল তা ফুটবলপ্রেমীদের তো বটেই মাদ্রিদ ভক্তদের মনে থাকবে বহুদিন। প্রথম লেগে ইয়ুর্গুন ক্লপের দল গুণে গুণে চার গোল দিয়েছিল লস বøাঙ্কোসদের। ডর্টমুন্ডের প্রতিটা খেলোয়াড় সেদিন যেন ছিল একেকটা ক্ষুধার্থ বাঘ। ৪-১ গোলের সেই জয়ে চারটি গোলই দিয়েছিলেন বর্তমান বায়ার্ন মাতানো রবার্ট লেভান্দোভস্কি। দ্বিতীয় লেগে রিয়াল ২-০ গোলে জিতলেও ব্যবধানটা ফাইনালে পৌঁছানোর মত ছিল না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন