শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকা মহানগর চারটিতে ছাত্রদলের আহবায়ক কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৮:৪৩ পিএম

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিটি ইউনিটেই আহ্বায়ক ও সদস্য সচিব এই দুই সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এসব কমিটি অনুমোদন করেন।

এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক করা হয়েছে জসিম সিকদার রানাকে ও সদস্য সচিব রুহুল আমিন সোহেলকে। দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল শিকদার) ও সদস্য সচিব মো. নিয়াজ মাহমুদ (নিলয়)। মহানগর পূর্বে আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। পশ্চিমে আহ্বায়ক মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন