বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রংপুর রাইডার্সের মালিকানা পরিবর্তন বিপিএলে সাকিবের দর ৫৫ লাখ টাকা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় সংস্করণে বাংলাদেশের ৬ আইকন ক্যাটাগরীর খেলোয়াড়ের সবার দর নির্ধারিত ছিল ৩৫ লাখ টাকা। তবে এবার বাংলাদেশের আইকন ক্রিকেটারদের দর এক থাকছে না। আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল মাতানো সাকিবের দরটা সবার উপরে। তার সম্মানীর অংক নির্ধারিত হয়েছে ৫৫ লাখ টাকা। আইকন গ্রেডের অন্য ক্রিকেটারদের মধ্যে ৫০ লাখ টাকা সম্মানী নির্ধারিত হয়েছে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মাশরাফি বিন মুর্তজার। সাব্বির রহমান ও সৌম্য সরকারের দর সেখানে ৪০ লাখ টাকা। গতবারের আইকন গ্রেডের ক্রিকেটার নাসির হোসেন এবার বাদ পড়ছেন আইকন গ্রেড থেকে। তবে ৭ আইকনকে ফ্রাঞ্চাইজিরা বেছে নিবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে লটারির মাধ্যমে, এবারো সে সিদ্ধান্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের।’
বিপিএলের গত আসরের পাঁচটি দল তাদের গতবারের স্কোয়াড থেকে দুইজন খেলোয়াড় রেখে দিতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে আইকন সহ ২ খেলোয়াড় কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশায় আছে ফ্রাঞ্চাইজিরা। এদিকে বিপিএল-এর এবারের আসরে ‘এ’ ক্যাটাগরিতে ১১ জন খেলোয়াড় রয়েছেন যাদের মূল্যমান রাখা হয়েছে ২৫ লাখ। আঠারো লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ জন, ১২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ৫২ জন ও পাঁচ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরির ২৮ জন খেলোয়াড়সহ মোট ১৩৩ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানকে সামনে রেখে ফ্রাঞ্চাইজি হাত বদলের ঘটনাও ঘটেছে। বিপিএল টু এবং থ্রি তে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্সের মালিকানা আই স্পোর্টস থেকে হাত বদল হয়ে সোহানা গ্রæপের কাছে গেছে। গতকাল ফ্রাঞ্চাইজি সত্ত¡ হাত বদলের এই তথ্য দিয়েছেন সোহানা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন