শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হাইকোর্টে আজ বিচার চলবে ৩৮ বেঞ্চে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০০ এএম

একদিনের জন্য হাইকোর্ট বিভাগের ৩৮টি ভার্চুয়াল বেঞ্চ খুলে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ (বৃহস্পতিবার) এসব বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনায় গতকাল বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ সপ্তাহের শেষ দিন। আগামিকাল শুক্রবার ও শনিবার ছুটির কারণে বিচারকাজ বন্ধ থাকবে। আগামী ১৮ জুলাই ( রোববার) থেকে সুপ্রিম কোর্ট অবকাশে যাচ্ছে। অবকাশকালে বিচারকার্যক্রম পরিচালনার জন্য আগেই চারটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এর মধ্যে বিচারপতি এম.ইনায়েতুর রহিমকে অতি জরুরি সব ধরণের রিট মোশন ও দেওয়ানি মোশন বেঞ্চের দায়িত্ব, বিচারপতি জে বি এম হাসানকে অতি জরুরি সব ধরণের ফৌজদারি মোশনের দায়িত্ব, বিচারপতি মো. আশরাফুল কামালকেও ফৌজদারি মোশনের দায়িত্ব এবং বিচারপতি কে এম কামরুল কাদেরকে কোম্পানি বেঞ্চের দায়িত্ব দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন