লালমনিরহাট জেলায় আরো ২০ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯৩১ জনে। বিষয়টি ১৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লালমনিরহাট জেলা সিভিল সার্জন অফিসার নির্মলেন্দু রায় নিশ্চিত করেছেন।
জানা যায়,গত ১৪ জুলাই বুধবার লালমনিরহাট সিভিল সার্জন অফিস থেকে ১১৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে ১৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রিপোর্টে তাদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলার ৮ জন, আদিতমারী উপজেলার ৩ জন, কালীগঞ্জ উপজেলার ২ জন, হাতীবান্ধার ৭ জন, এর শরীরে করোনা পজেটিভ পাওয়া যায় বলে বিষয়টি সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বর্তমানে মোট ১৯৩১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় মোট ১৩৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং জেলায় মোট ৪২ জন মারা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন