বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নেদারল্যান্ডসের বিখ্যাত সাংবাদিক ডি ভিরিস আর নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৯:০০ পিএম

গত সপ্তাহে রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন নেদারল্যান্ডের জনপ্রিয় ও সেলিব্রিটি ক্রাইম রিপোর্টার পিটার আর ডি ভিরিস। তিনি আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) মৃত্যুবরণ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছে তার পরিবার এবং কর্মস্থল আরটিএল নেদারল্যান্ডস নিউজ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৬৪ বছর বয়সী পিটার আর ডি ভিরিস একটি টেলিভিশন ক্রাইম প্রোগ্রামের সঞ্চালক ছিলেন। তিনি অতীতের আন্ডারওয়ার্ল্ড সংক্রান্ত বেশ কয়েকটি মামলার সঙ্গে জড়িত ছিলেন এবং এ নিয়ে প্রায় সময়ই হুমকি পেতেন।

পিটার তার দেশের প্রভাবশালী কিছু অপরাধীর কর্মকাণ্ড ফাঁস করে তাদের গ্রেপ্তারে পুলিশকে সাহায্য করেন। বিশেষ করে মাদককাণ্ডে তার কিছু প্রতিবেদন সাড়া ফেলেছিল দেশটিতে।
এক হেয়ারড্রেসারের খুনের ঘটনা নিয়ে টিভিতে কথা বলতে স্টুডিওতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বের হতেই তাকে গুলি করা হয়।

১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা একটি ক্রাইম শো পরিচালনা করেন পিটার। ওই শো-ই তাকে খ্যাতির শিখরে নিয়ে যায়। এছাড়া ১৯৮৩ সালে ফ্রেডি হেইনিকেনের অপহরণের কাহিনীও তিনি প্রথম তুলে ধরেন, যা নিয়ে পরবর্তীতে বই প্রকাশিত হয়েছে, তৈরি হয়েছে সিনেমা। ২০০৮ সালে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড পান তিনি। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন