শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লেবাননে ইসরায়েলের গুপ্তচর আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ১২:২২ পিএম

ইসরায়েলের এক গুপ্তচরকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৬ জুলাই) লেবাননের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ বলেছে, ৩১ বছর বয়সী এক লেবাননি ইসরাইলের গুপ্তচরদের সঙ্গে সহযোগিতা করে আসছিল। তাকে শনাক্ত করার পর সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সংস্থাটি আটক ব্যক্তির পুরো নাম প্রকাশ করেনি। সংক্ষেপে তার নাম এম ওয়াই বলে জানিয়েছে। বেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক গুপ্তচর জিজ্ঞাসাবাদে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক ব্যক্তি এ কাজে তার জড়িয়ে পড়ার প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দিয়েছে। সে জানিয়েছে ২০১৯ সালের শুরুতে ইসরায়েলের নিরাপত্তা বিভাগে ইমেইল পাঠিয়ে নিজেই সহযোগিতা করার প্রস্তাব দেয়।
এরপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং অর্থের বিনিময়ে তথ্য সরবরাহের প্রস্তাব দেয়। এরপর এই ব্যক্তি ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠায়। সূত্র : এনএনএ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Sydul Akhond ১৭ জুলাই, ২০২১, ৩:১৩ পিএম says : 0
ওকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যাতে সারা বিশ্বের ইজরায়েলের গুপ্তচররা দেখে শিহরিত হয়। এবং ওকে ইরানের হাতে তুলে দেওয়া হোক
Total Reply(0)
দেওয়ান মাহদী ১৭ জুলাই, ২০২১, ৩:১৪ পিএম says : 0
এমন শাস্তি দেওয়া হোক ওরা যাতে সাবধান হয়ে যায়
Total Reply(0)
Nurul Kabir ১৭ জুলাই, ২০২১, ৩:১৪ পিএম says : 0
শুধু লেবানন না,,,পৃথিবীর সব দেশে আছে
Total Reply(0)
Mohammad Mofijur Rahman ১৭ জুলাই, ২০২১, ৩:১৫ পিএম says : 0
হিজবুল্লার কাছে সোপর্দ করা হোক।
Total Reply(0)
Md Mijan Jami ১৭ জুলাই, ২০২১, ৩:১৫ পিএম says : 0
ফাঁসি দেওয়া হোক।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন