অভ্যন্তরীণ ডেস্ক
দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন ও আহত হয়েছে ২ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা দুজন আরোহী আহত হয়েছেন। গতাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা চারাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া মিলবাজার এলাকার আবদুল হামিদের ছেলে প্রাইভেট কার চালক সাইদুর রহমান (৪০)। আহতরা দুজন হলো একই এলাকার আলমগীর হোসেন ও ইমরান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, সকালে পাটকেলঘাটার চারাবটতলা নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো-১২-৬৬৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক সাইদুর মারা যান। এ সময় আহত হন আলমগীর ও ইমরান। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদীপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মানিক আলী (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি পৌর এলাকার মহদীপুর সাতভাইয়া পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যায় ট্রাক চালক মানিক আলী মোটরসাইকেল যোগে ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় মহদীপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বালিভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দিলে মানিক ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতলে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে মারা যায় বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন