শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাসর রাতের পরদিন শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১১:১৫ এএম

বাসর রাতের পরদিনই এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, বিয়ের একদিন পর শ্বশুর-শাশুড়িকে বাসে তুলে দিয়ে ফেরার পথে লাশ হলেন এক শিক্ষক। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে তুহিন কাউন্টারের সামনে অজ্ঞাত ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে।।

নিহত ওই শিক্ষকের নাম সহিদুজ্জামান সুমন (৩৮)। তিনি বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) ও পটুয়াখালীর বাউফলের উত্তর বনকাজল গ্রামের মৃত আব্দুর ছাত্তার মিয়ার ছেলে। আহত হলেন- সুমনের মামা শ্বশুর জাকির হোসেন (৪২)। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষক সুমনের মামা শ্বশুর জাকির হোসেন জানান, শুক্রবার রাতে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন নিজ বাসায় বিয়েকার্য সম্পাদন করেন শিক্ষক সুমন। শনিবার রাতে শ্বশুর-শাশুড়িকে বরিশালগামী তুহিন পরিবহনে তুলে দিয়ে বাসার দিকে ফিরছিলেন। কাউন্টার থেকে সড়কে উঠে পাশ দিয়ে হাঁটার সময় স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে কুষ্টিয়াগামী অজ্ঞাত ট্রাক তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। আহত হন মামা শ্বশুর জাকির হোসেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
তুষার আহমেদ ১৮ জুলাই, ২০২১, ১:৪৮ পিএম says : 0
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
Total Reply(0)
তফসির আলম ১৮ জুলাই, ২০২১, ১:৪৯ পিএম says : 0
আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুক
Total Reply(0)
আরমান ১৮ জুলাই, ২০২১, ১:৫০ পিএম says : 0
সড়ক দুর্ঘটনার এখন আমাদের দেশে মহামারিতে রূপ নিয়েছে
Total Reply(0)
গোলাম কাদের ১৮ জুলাই, ২০২১, ১:৫১ পিএম says : 0
খুবই দুঃখজনক ও হৃদয়বিধারক ঘটনা
Total Reply(0)
কিরন ১৮ জুলাই, ২০২১, ১:৫২ পিএম says : 0
দ্রুত ট্রাকটি চিহ্নিত করুন এবং অপরাধীদেরকে শাস্তি দিন
Total Reply(0)
মাহফুজর রহমান শামীম ২২ জুলাই, ২০২১, ৮:৩০ এএম says : 0
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেহস্ত নসিব করুক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন