শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষ জনশক্তি নিতে কুয়েতকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:৩০ পিএম

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি গ্রহণ করার জন্য কুয়েতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উজবেকিস্থানের রাজধানী তাসখন্দে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহ'র সঙ্গে গত শুক্রবার (১৬ জুলাই) বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ কথা বলেন।

রোববার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উভয় মন্ত্রী ‘সেন্ট্রাল এন্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য তাসখন্দে গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরির করার বিষয়ে জোর দিয়েছেন ড. আব্দুল মোমেন। এছাড়া শান্তিরক্ষা বাহিনী ও দক্ষিণ-দক্ষিণ অর্থায়ন উন্নয়ন ফোরাম গঠনের বিষয়ে কথা বলেন বাংলাদেশের মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন কুয়েতের মন্ত্রী। এছাড়া কুয়েতের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশের সহায়তা চেয়েছেন সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন