বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ওয়াশিংটনে চারজন গুলিবিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি বেসবল স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটেছে। গোলাগুলির সময় কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখছিলেন। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পরবর্তী কোনও হুমকি নেই বলে জানানো হয়েছে। তবে গুলিবিদ্ধ লোকজনের বর্তমান অবস্থা পরিষ্কারভাবে জানানো হয়নি। পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, তারা গোলাগুলির ঘটনায় কাজ করছেন। এই ঘটনায় দুজন ন্যাশনাল পার্কের বাইরে গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই আরও এক টুইট বার্তায় জানানো হয়েছে, গুলিবিদ্ধ দু›জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তবে পরবর্তীতে আর কোনও হামলার হুমকি নেই বলে জানানো হয়েছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আহত চারজনের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ন্যাশনাল পার্ক স্টেডিয়ামে দুই দলের মধ্যে বেসবল খেলা চলছিল। খেলার ষষ্ঠ ইনিংস চলাকালে বাইরে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যায়। স্থগিত হওয়া খেলা আগামী রোববার অনুষ্ঠিত হবে বলে জানানো
হয়েছে। এএফপি, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন