শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাইকগাছায় টিসিবির পণ্য বিক্রি শুরু

স্বাস্থ্যবিধির বালাই নেই

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

খুলনার পাইকগাছা উপজেলায় টিসিবির পণ্য কিনতে মানুষের উপচেপড়া ভিড়। নেই স্বাস্থ্যবিধির বালাই। একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে পণ্য কিনছেন। গতকাল থেকে পাইকগাছায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিনেই এ চিত্র দেখা গেছে। পাইকগাছা উপজেলা পরিষদের সামনে দুপুরে দেখা গেছে, ট্রাকে করে চিনি, ডাল ও তেল বিক্রি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছেন অসংখ্য নারী ও পুরুষ। খোলা আকাশের নীচে পণ্য বিক্রি হলেও একটা গুমোট আবহাওয়া তৈরি হয়েছে শ’ দুয়েক মানুষ এক জায়গাতে জড়ো হওয়ার কারণে।

উপজেলার বাতিখালী গ্রামের মৃত জমির গাজীর ছেলে আকরাম গাজী জানান, টিসিবির পণ্য কিনতে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। ট্রাকের মাল প্রায় শেষ। টিসিবির পণ্য বিক্রেতা রিংকু জানান, করোনাকালে মানুষের চাহিদার তুলনায় টিসিবির পণ্য সরবরাহ অনেক কম। টিসিবি’র পণ্য জনপ্রতি ২ কেজি চিনি ১১০ টাকা, ২ কেজি ডাল ১১০ টাকা ও ৫ লিটার তেল ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভায় কোন ডিলার না থাকায় কপিলমুনির ডিলারকে দিয়ে পণ্য বিক্রির ব্যবস্থা করায় লোকজনের ভিড় বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন