বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

কোরবানির পশু যৌতুক চাওয়া বন্ধ হোক

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১১ এএম

সময়ের পরিক্রমায় সমাজের বিবর্তন হলেও যৌতুক প্রথার মতো নিন্দনীয় প্রথা এখনো দূর হয়নি। কোনো কোনো এলাকায় ঈদুল আজাহাতে সদ্য বিবাহিত স্ত্রীর পরিবার থেকে কোরবানি পশু দাবি করা একটা প্রচলন হয়ে গেছে। ফলে স্ত্রী পরিবার ধার-দেনা করে মেয়ের সুখের জন্য কোরবানি পশু দিতে হচ্ছে। যেটা অসংখ্য নিম্ন-মধ্যবিত্ত ও গরীব স্ত্রী পরিবারের জন্য বোঝা স্বরূপ।এহেন অবস্থায় সমাজের মানুষকে সোচ্চার হতে হবে এবং যৌতুক নিরোধ আইন, ১৯৮০ এর যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজকে এই করুণ দশা থেকে রক্ষা করতে হবে।

মো. আবু তারেক
আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ডাঃ আব্দুর রহমান মানিক ২০ জুলাই, ২০২১, ৫:২০ এএম says : 0
যৌতুক হচ্ছে জুলুম, জুলুম করা হারাম। যৌতুক দিয়ে কুরবানি দেয়া আর ডাকাতি করে এনে কুরবানি দেয়া সমান কথা। ইছলামী জ্ঞানহীন মুছলমানই এমন কাজ করতে পারে।
Total Reply(0)
Dadhack ২৫ জুলাই, ২০২১, ৬:০০ পিএম says : 0
আল্লাহর আইন দিয়ে দেশ চলে না বিধায় আমাদের সরকার ও আমাদের প্রতি জঘন্যতম জুলুম অত্যাচার করে চলেছে এবং সাধারণ মানুষ সাধারণ মানুষদের প্রতি জঘন্যতম জুলুম-অত্যাচার করেই যাচ্ছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন