শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরান-আফগান সীমান্ত বন্ধ রাখার ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১০ এএম

আফগানিস্তানের সাথে ইরানের সীমান্ত টানা ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি রোববার তেহরানে এক ঘোষণা দিয়ে বলেন, সোমবার সকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত দু’দেশের সীমান্ত বন্ধ থাকবে; ফলে স্থলবন্দরগুলো দিয়ে কোনো ধরনের পণ্য লেনদেন হবে না। লাতিফি জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবস উপলক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি এই পাঁচদিন আফগানিস্তান সীমান্তে কোনো ধরনের পণ্য না পাঠাতে ইরানি ব্যবসায়ীদের প্রতি আহবানও জানান। শুল্ক অধিদপ্তরের মুখপাত্র বলেন, আগামী শনিবার থেকে স্থলবন্দরগুলোর কার্যক্রম যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে। সম্প্রতি আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সরকারি বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এর প্রভাব পড়েছে দু’দেশের ব্যবসা বাণিজ্যে। গত সপ্তাহে আফগান্সিতানের দুটি স্থলবন্দর তালেবান বাহিনী দখল করে নিলে ইরান বন্দর দু’টি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন