বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুরগির পুরুষ বাচ্চা হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:০০ পিএম

জার্মানির পর ফ্রান্সও এবার তা নিষিদ্ধ করল৷ আগামী বছর থেকে সেখানেও মোরগছানা হত্যা নিষিদ্ধ৷। মুরগির পুরুষ বাচ্চা লাভজনক নয় বলে বিভিন্ন দেশে সেগুলোকে গণহারে হত্যা করা হয়৷

মুরগি চাষের এই প্রক্রিয়াকে আগে থেকেই ‘অনৈতিক এবং অমানবিক' বলে আসছে ফ্রান্সের প্রাণী কল্যাণসংস্থাগুলো৷ মোরগছানা হত্যা বন্ধে এবার তাই সে দেশেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনরমান্ডি৷ ফ্রান্সে প্রতিবছর পাঁচ কোটির মতো মুরগীর পুরুষ ছানা হত্যা করা হয়৷

জার্মানিতে গণহারে মুরগির পুরুষ বাচ্চা হত্যা নিষিদ্ধ আইন আগামী বছরের শুরু থেকেই কার্যকর হবে৷ জার্মানির পর ফ্রান্সই প্রথম দেশ হিসেবে জন্মের পরই পুরুষ মোরগছানা হত্যা নিষিদ্ধ করতে যাচ্ছে৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন