শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঝিনাইদহে পেঁয়াজের বাজারে ধস

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : হঠাৎ করেই ঝিনাইদহে পেঁয়াজের বাজার পড়ে গেছে। আকস্মিক এই ধ্বসে ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে। মঙ্গলবার জেলার বৃহৎ পেঁয়াজের বাজার শৈলকুপায় দাম অর্ধেকে নেমে এসেছে। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছে চাষীসহ ব্যবসায়ীগণ। শৈলকুপা, গাড়াগঞ্জ, ভাটই, বাজার ঘুরে দেখা গেছে মৌসুমে ১০০০ থেকে ১৫০০ টাকা মন পেয়াজ বিক্রি মঙ্গলবার ৫০০ থেকে ৭০০ টাকা মন বিক্রি হচ্ছে। সোহেল আহমেদ নামে এক কৃষক জানান, ভরা মৌসুমে পিয়াজ বিক্রি না করে তিনি রেখে দেন। এখন সেই পেয়াজ ৫০০ টাকা মন দরে বিক্রি করতে হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, এ মৌসুমে তিনি ৭৫০ মন পিয়াজ কিনেছিলেন। কিন্তু মন প্রতি গড়ে ৭৫ শতাংশ ব্যবসায় ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ ভারত থেকে পেঁয়াজ আসায় এ ক্ষতি দেখা দিয়েছে। তবে কৃষি বিষয়ক কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, শৈলকুপায় এ বছরে ৬১৩৫ হেক্টর জমিতে পেয়াজ চাষ হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন