মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও উন্নত এস-৫০০ এর পরীক্ষা চালালো রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ১:২০ পিএম

রাশিয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এর সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটিই হচ্ছে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর পার্সটুডের।
 
দেশটির অস্ত্রখান অঞ্চলে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ওই পরীক্ষা চালানো হয়। এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষার সময় একটি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশেই সফলভাবে প্রতিহত করে। এটি উন্নত জঙ্গিবিমান ও বোমারু বিমানকেও প্রতিহত করতে সক্ষম।
 
২০২০ সালের আগস্টেই উন্নত এই এস-৫০০ ব্যবস্থার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসোভ।
 
চলতি বছরের মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন যে, রাশিয়ার সেনাবাহিনীর কাছে শিগগিরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৫০০ ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ হস্তান্তর করা হবে।
 
রাশিয়ার এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থার চেয়ে অনেক উন্নত বলে দাবি করেছে মস্কো। রুশ নির্মিত এস-৩০০ ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে এবং আকাশকে শত্রুমুক্ত রাখতে এগুলো বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
 
তুরস্ক এবং ভারতও রাশিয়ার তৈরি এস-৪০০ কিনেছে। তুরস্ক এরই মধ্যে এস-৪০০ এর চালান গ্রহণ করেছে। তবে ভারতের কাছে এখনও হস্তান্তর করা হয়নি।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Md Monir Bhuiyan ২১ জুলাই, ২০২১, ২:০৪ পিএম says : 0
মানুষ মারার জন্যই কি এসব আবিষ্কার?
Total Reply(0)
Kallol Sikder ২১ জুলাই, ২০২১, ২:৫৪ পিএম says : 0
রাশিয়া নিরব ঘাতক, এক কথায় ঘুমিয়ে থাকা বাঘ জেগে উঠলে ভয়ংকর রূপ ধারণ করবে।
Total Reply(0)
গিয়াস উদ্দিন ২১ জুলাই, ২০২১, ২:৫৫ পিএম says : 0
পৃথিবীতে এই অস্ত্রের খেলা যে কবে শেষ হবে?
Total Reply(0)
তফসির আলম ২১ জুলাই, ২০২১, ২:৫৬ পিএম says : 0
এই অস্ত্রের প্রতিযোগীতাই পৃথিবীর ধ্বংস ডেকে আনবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন