বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের জম্মুর আকাশে ড্রোন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ৩:২৭ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মুর বিমান ঘাঁটিতে হামলার কয়েক সপ্তাহ যেতে না যেতেই একই এলাকায় ফের উড়তে দেখা গেল অত্যাধুনিক ড্রোন। বুধবার সকালে নজরে আসে ড্রোনটি। নতুন করে ড্রোন দেখায় উদ্বিগ্ন দেশটির সেনা ও সামরিক মহল। ড্রোনটি মূলত ভরতের সাতওয়ারি বিমান ঘাঁটি থেকে আকাশপথে মাত্র কয়েকশত মিটার দূরত্বে উড়তে দেখা যায়। খবর জি নিউজের।
এর আগে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক হামলার পরও একাধিকবার জম্মুর আকাশে দেখা গেছে ড্রোন। বুধবার ভোর রাতে দুবার কালুচক ও কুঞ্জয়ীনী এলাকায় ড্রোনের দেখা পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে সেনা সূত্র। জম্মুতে গত চারদিনে প্রায় সাতটি ড্রোনের দেখা মিলেছে।
সর্বশেষ ২৭ জুন বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলায় বিস্ফোরক ব্যবহার করেছিল। আহত হয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর দুই সদস্য। হামলার একদিন পরই দেশের উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ড্রোন ঘটনার পর জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, ড্রোন হামলার পেছনে নিশ্চয়ই কোনো সন্ত্রাসী দলের ইন্ধন আছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
দিলবাগ সিংয় দাবি করেন, পাকিস্তানই মূলত ড্রোনের মাধ্যমে কাঁটাতারের সীমান্ত পেরিয়ে বেআইনি অস্ত্রশস্ত্র, অর্থ এবং জঙ্গি হামলার সঙ্গে যুক্ত নানাবিধ সামগ্রী আনা-নেয়া করছে। কেননা প্রথমবারের ড্রোন হামলার জম্মুর একটি দুর্গম এলাকা থেকে প্রায় সাত কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন