শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মধ্যরাতে খুলনায় স্বস্তির বৃষ্টি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ৯:১১ এএম

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল খুলনায় ঈদের দিন দুপুরে বৃষ্টি হবে। কিন্তু হয়নি। সারাটা দিন ছিল ভ্যাপসা গরম। বিকেলের পর আকাশ মেঘে ছেয়ে গেলেও বৃষ্টি নামেনি। বরং এমন আবহাওয়া মানুষের ঘাম ঝরাচ্ছিল। রাত ঠিক সোয়া ১২ টায় বৃষ্টি নামে। সাথে শীতল হাওয়া। সারাদিনের কর্মক্লান্ত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ঘন্টাখানেক থেমে থেমে চলে বৃষ্টি। সারা দিনের তাপ ধুয়ে যেন শান্তির পরশ বয়ে যায় সবার মাঝে।

গতকাল বুধবার ছিল কোরবানীর ঈদ। সারা শহরে কোরবানী করা হয়েছে। যেটুকু বর্জ্য অবশিষ্ট ছিল, বৃষ্টি তা পরিষ্কার করে দিয়েছে। তাছাড়া সবার মাঝে প্রচলিত রয়েছে বৃষ্টির পানি অনেক রোগ জীবানুকে ধংস করে দেয়। কাজেই বৃষ্টি কাংখিত ছিল।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, সঞ্চালনশীল মেঘমালার কারণে বৃষ্টি হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। তাছাড়া ঋতুগত ভাবে এখন বৃষ্টির সময়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
তাজউদ্দীন আহমদ ২২ জুলাই, ২০২১, ১১:৩৩ এএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন