শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাকরির আশ্বাস দিয়ে অর্থ আদায় প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার : উদ্ধার ১৩০ জিম্মি

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চাকরির আশ্বাস দিয়ে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১০ সদস্যকে গতকাল মঙ্গলবার গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর মিরপুরে এ অভিযানকালে ১৩০ জিম্মিকেও উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এএসপি শাহাবুদ্দিন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি টিম মিরপুর-১০ নম্বরে অভিযান চালায়। এ সময় ১০ জনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে দালালদের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে মিরপুর-১০ নম্বরের এসএ পরিবহনের গলিতে আমিনা প্লাজায় এনে জিম্মি করতেন এই চক্রের সদস্যরা। পরে তাদের কাছ থেকে ৩০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিত প্রতারকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন