শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় করোনা-উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ১১:৪৭ এএম

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১১জন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ২৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্তের ১৭৯ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৬ জন।’
মো. মেজবাউল আলম বলেন, ‘কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২৩ জন, কুমারখালীতে ২০ জন, দৌলতপুরে দুইজন, ভেড়ামারায় তিনজন, মিরপুরে আটজন ও খোকসা উপজেলায় একজন।’

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২ হাজার ৮৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৭১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন