শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ২:৪৯ পিএম

করোনাভাইরাস সতর্কতায় সারাদেশের মত রাজশাহীতেও শুরু হয়েছে কঠোরতম বিধি-নিষেধ যা বাস্তবায়নে শুক্রবার সকাল থেকেই মাঠে রয়েছে সেনাসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম।

ঈদের একদিন পরই সরকারী এই নির্দেশনা কার্যকর হওয়ায় বন্ধ থাকা দোকানপাট খুলেনি। আগে থেকেই বন্ধ আছে সকল মার্কেট ও বিপণী-বিতান। কঠোরতম লকডাউন বাস্তবায়নে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্টে তৎপর রয়েছে পুলিশের পাশাপাশি ব্যাটেলিয়ন আনসার সদস্যরা । টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি কেউ যেন গোপনে দোকান-পাট খোলা রেখে ব্যবসা করতে না পারে সেই বিষয়ে এবার জেলা প্রশাসন গুরুত্ব দিয়েছে। এছাড়াও অলিগলিতেও প্রশাসন টহল দিচ্ছে। যাতে করে কোনো দোকান-পাট খোলা না থাকে। জরুরি সেবা ব্যতিত কেউ বাইরে বের হতে না পারলে আমরা আশা করছি- করোনার এই মহামারী খুব দ্রæতই নিয়ন্ত্রণে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন