মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে দুইটি মোবাইল কোর্টে ৩৩ মামলায় অর্থদন্ড

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৫:৩৩ পিএম

ঈদের পর ১৪দিনের কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার (২৩জুলাই) টাঙ্গাইলের সখিপুরে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্টে ৩৩ টি মামলায় ১৭হাজার ২শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হামীম তাবাসসুম প্রভা দুটি পৃথক অভিযানে এ দন্ড প্রদান করেন।

এ সময় সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম সাইদুল হক ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের দুইটি টিম এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী দুইটি মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন, লকডাউন চলাকালে এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন