শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈদের পর সরকার ঘোষিত লকডাউন : চাঁপাইনবাবগঞ্জে কঠোর প্রশাসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৬:৫৩ পিএম

চাপাইনবাবগঞ্জে শুক্রবার (২৩ জুলাই) লকডাউনের কারণে মার্কেট, শপিংমলসহ দোকানপাট বন্ধ রয়েছে। তাতেই বুঝা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে ঈদের পর কঠোর লকডাউনের প্রথমদিন কঠোরভাবেই পালিত হয়। প্রশাসনও ছিল কঠোর ভূমিকায়।

পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে বিজিবি ও সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে। তবে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশির উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। ফলে বিভিন্ন স্থানে রিকসা ও অটোরিকসা চলাচল করতে দেখা গেছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে। রেলসহ যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অটোরিকসা ও মোটরসাইকেলে মফস্বল পথ ব্যবহার করে মানুষজনকে নয়াগোলা, সদরঘাট ও খালঘাট ফেরিঘাট দিয়ে শহরে আসতে দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন