বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পর্যটক শূন্য কক্সবাজার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৭:৫৮ পিএম

প্রতিবছর ঈদুল আজহার পরে পর্যটন শহর কক্সবাজার থাকত লাখ লাখ পর্যটকে সরগরম। তবে কড়া লকডাউনে এবারো দেখা গেছে কক্সবাজারের ভিন্ন রূপ। করোনা মহামারি সংক্রমণ রোধে ২৩ জুলাই শুক্রবার থেকে আবারো শুরু হয়েছে কড়া লকডাউন। এর উপর সাগর উত্তাল থাকায় ৩ নং সতর্ক সংকেত চলছে। এসব করণে এবারের ঈদুল আজহার ছুটিতে পর্যটন শহর কক্সবাজার এখন শূন্য।

পর্যটক না থাকায় শত শত হোটেল মোটেল যেমনি শূন্য পড়ে আছে। তেমনি শূন্যতায় হাহাকার করছে পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত।
কক্সবাজারের এই পর্যটক শূন্যতা দেশের পর্যটন খাতে যেমন একটি বড় ধাক্কা। তেমনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাথায় ও পড়েছে ভাঁজ। তাদের লোকসানের পাশাপাশি দায় দেনার পরিমাণও বাড়ছে কোটি কোটি টাকা।

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম সিকদার এ প্রসঙ্গে বলেন, পর্যটন খাতে বিনিয়োগকারীদের লোকসান ও দায় দেনার হিসাব মেলানো কঠিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন