শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মারা গেলেন ফকিরহাটে দূর্ঘটনায় আহত যাত্রী নূর মোহাম্মদ

মৃতের সংখ্যা বেড়ে ৭

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৮:৩৬ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আহত ইজিবাইকের যাত্রী নূর মোহাম্মদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর একমাত্র তাকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। তার মৃত্যুর ফলে দুর্ঘটনাকবলিত ইজিবাইকের সাত যাত্রীই মারা গেলেন। এর আগে সকালে ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নূর মোহাম্মদকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত ৭ জন হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত আব্দুল ওহিদের ছেলে আব্দুল হাই (৫৫), ব্রি-চাকশ্রী এলাকার শেখ আলী আহম্মদের ছেলে শেখ নূর মোহাম্মদ (৬০), একই এলাকার মৃত শেখ দলিল উদ্দীনের ছেলে শেখ রেজাউল (ইজিবাইক চালক), ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উৎপল রাহা (৪২), একই এলাকার মৃত জগদিশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৭), ফকিরহাট উপজেলার পারনওয়াপাড়া এলাকার কালিপদ দের ছেলে গৌড়নন্দ দে (৫০) ও বাগেরহাট সদর উপজেলার দক্ষিণখানপুর গ্রামের মন্তাষ শেখের ছেলে নজরুল শেখ (৫৫)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন