শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এ ব্যথা কী যে ব্যথা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে এক জোড়া হাঁসের বাস্তব প্রেমের কাহিনি। একটি হাঁস অসুস্থ ছিল। চিকিৎসা চলছিল তার। আর উৎকণ্ঠায় ফেরার অপেক্ষায় দরজার বাইরে ঠায় দাঁড়িয়েছিল সঙ্গিনী। এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এ ব্যথা কী যে ব্যথা বোঝে কি আনজনে’ গানটি।
হাঁসের প্রেমের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কেপ ওয়াইল্ডলাইফ সেন্টারে। সেই সংস্থার পক্ষ থেকেই ফেসবুকে ছবি পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশন থেকে জানা গেছে সেন্টারের বাইরেই হাঁস দু’টি ঘুরে বেড়াত। অনেকদিন ধরে সেখানে তাদের বাস।
পুরুষ হাঁসটিকে আর্নল্ড নাম দেওয়া হয়েছিল। একদিন তাকে বারান্দায় অসুস্থ অবস্থায় দেখতে পান এক কর্মী। তিনি দেখতে পান, পায়ে ক্ষত রয়েছে। হয়তো পানি কিংবা জঙ্গলে ঘোরার সময় কোনও বন্য প্রাণী আক্রমণ করেছিল। এই অবস্থা দেখে তাকে সেন্টারের ভেতরে নিয়ে আসেন ওই কর্মী।
প্রাথমিক চিকিৎসার পর দেখা যায়, হাঁসটির অস্ত্রোপচার প্রয়োজন। নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে (ওটি)। অস্ত্রোপচার শুরুর আগেই ওটির দরজায় টোকা পড়ে। কর্মীরা ঘুরে দেখেন দরজার পাশে আর্নল্ডের সঙ্গিনী। দরজা খোলার চেষ্টা করছে সে। কিন্তু পারছে না। কিছুক্ষণ ষ্টোর পর ব্যর্থ হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে পড়ে।
আর্নল্ডের সঙ্গে কী হচ্ছে তা দেখে বোঝার চেষ্টা করে। এমন পরিস্থিতিতেই আর্নল্ডের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে দরজা খুলে দেওয়া হয়। ছুটে আর্নল্ডের কাছে আসে তার সঙ্গিনী। একে অন্যকে দেখে আস্বস্থ হয়। এখন অনেকটাই ভাল আছে আর্নল্ড। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। তখন আবারও প্রিয়তমার সঙ্গে পানি, জঙ্গলে ঘুরে বেড়াবে সে। হাঁস যুগলের এ কাহিনিতে মুগ্ধ নেটিজেনরা। সূত্র : বোস্টন ডটকম, সিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন