শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কঠোর লকডাউনেও খোলা থাকছে হাইকোর্টের তিনটি একক বেঞ্চ

ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ১০:৫২ পিএম

করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে। এ সময় হাইকোর্ট বিভাগের রিট ও দেওয়ানি, ফৌজদারি ও কোম্পানি এবং এডমিরালটি সংক্রান্ত একটি করে মোট ৩টি একক বেঞ্চ খোলা থাকবে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিচারপতিগণ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরি বিষয়ের শুনানি গ্রহণ করবেন। শুনানি গ্রহণ শেষে আদালতগুলো অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন।

শুক্রবার বিকেলে প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আপিল বিভাগের সকল বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ভার্চুয়ালি অংশ নেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান ইনকিলাবকে শুক্রবার রাত সাড়ে ১০টায় সভার তথ্য জানান। ফুলকোর্ট সভায় আরও সিদ্ধান্ত হয় যে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের টিকা গ্রহণ সম্পন্ন করতে হবে। এছাড়া আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ফুলকোর্ট সভায় পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন