বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টিকা নিতে দ্বিধাদ্বন্দ্বে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ এবং টিকা নেয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের কারণে যুক্তরাষ্ট্রে আবার হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যু বৃদ্ধি পেয়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির ডাটা অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২,২৭৮ জন। আগের এক সপ্তাহের গড়ের তুলনায় এই সংখ্যা শতকরা ৬৬ ভাগ বেশি। আর দুই সপ্তাহ আগের সংক্রমণের চেয়ে শতকরা ১৪৫ ভাগ বেশি। গত সপ্তাহে গড়ে প্রতিদিন যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ২৫৮ জন। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা শতকরা ১৩ ভাগ বেশি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জনসেবা বিষয়ক মন্ত্রণালয়ের ডাটা অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪,৯২৩ জন। এক সপ্তাহ আগের চেয়ে এই সংখ্যা শতকরা ২৬ ভাগ বেশি। দুই সপ্তাহ আগের তুলনায় এই সংখ্যা শতকরা ৫০ ভাগ বেশি। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ড. রোচেলে ওয়ালেনস্কি বলেছেন, কোভিড-১০ সংক্রমণে এটা একটা সাধারণ বিষয়। যাদেরকে টিকা দেয়া হয়নি, তাদের মধ্যে করোনা আবার মহামারি রূপ ধারণ করতে যাচ্ছে। বর্তমানে হাসপাতালে যেসব রোগী করেনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তার মধ্যে শতকরা কমপক্ষে ৯৭ ভাগকে টিকা দেয়া হয়নি। অর্থাৎ টিকা গ্রহণ করেননি এমন মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। রোববার যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল ড. বিবেক মূর্তি বলেছেন, যারা মারা যাচ্ছেন তার মধ্যে শতকরা ৯৯.৫ ভাগই ওইসব ব্যক্তি, যারা টিকা নেননি। তাই এখন আমাদের প্রধান লক্ষ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব সব মানুষকে টিকা দেয়া। এই মহামারি থেকে বাঁচার এটাই সবচেয়ে কার্যকর পন্থা। শীতের পর ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি করোনার রোগী দেখা দিয়েছে। প্রথমত এর জন্য দায়ী ডেল্টা ভ্যারিয়েন্ট। ফেব্রুয়ারির পর দেখা যায়নি, এমন অবস্থায় পৌঁছে গেছে পরিস্থিতি। সোমবার সেখানে কমপক্ষে ১৪ হাজার নতুন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। সব মিলে সেখানে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৬২ হাজার ৪৬২। ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য বিভাগ সোমবারের পরে আর কোনো সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেনি। জুনের পর ওই রাজ্যে করোনা পজেটিভের শতকরা হার প্রায় ৫০০ ভাগ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম বলেছেন, এটা মহামারি। যারা টিকা নেননি, তাদের মধ্যে ভয়াবহভাবে এই সংক্রমণ দেখা দিচ্ছে। অনেক স্থানে এখন নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা হেলথ জ্যাকসনভিলের চিকিৎসকরা করোনা ভাইরাসের দ্রুত বৃদ্ধি দেখতে পাচ্ছেন। সংক্রমণ রোধ বিষয়ক পরিচালক চাদ নেইলসেন বলেছেন, জানুয়ারির পর এই সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন