শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একেবারে ‘বাপ কা বেটি’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০০ এএম

সবাই বলছেন, একেবারে ‘বাপ কা বেটি’। একত্রিশ বছর আগে মোহাম্মদ রুহুল ইসলাম মাদরাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় নবম হয়েছিলেন। চলতি বছর সেই বোর্ডের একই পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পেল তারই মেয়ে সাদিয়া সিদ্দিকা।

সাদিয়া মোট ৮০০ নম্বরের পরীক্ষায় ৭৯৭ পেয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদহের সেই সুজাপুর নয়মৌজা সুবহানিয়া হাই মাদরাসার ছাত্রী সে। শিক্ষক-শিক্ষিকাদের কথায়, অন্য সময়ে বিরাট কোহালি থেকে ছোটা ভীম নিয়ে মজে থাকা কিশোরী মেয়েটি, খুনসুটি করে তার তৃতীয় শ্রেণিতে পড়া ভাইয়ের সঙ্গে। কিন্তু পড়ার সময়ে তার মতো মনোযোগী খুব কমই আছে। তাই বরাবরই ভাল ফল করেছে সাদিয়া।

মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আদিল হোসেন বলেন, ‘সাদিয়া বরাবরই ক্লাসে প্রথম হত। আমার বিশ্বাস, পরীক্ষা হলে রাজ্যের মেধা তালিকায় এমনই জায়গায় সাদিয়া থাকত।’ বাবা সুজাপুরের বালুপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। মেধাবী হওয়া সত্ত্বেও অভাব অনটনে তিনি স্নাতক হওয়ার পরে পড়াশোনা ছেড়ে কাজের খোঁজে নেমেছিলেন। এতদিন বাবার কাছেই সব বিষয় পড়ত সাদিয়া, গৃহশিক্ষক ছিলেন শুধু ইংরেজিতে।

মাদরাসার সামনে বিরাট চত্বরে দাঁড়িয়ে এ দিন বাবার মুখে হাসি ধরে না। সমানে ফোন আসছে মোবাইলে। তার মধ্যেই এক ফাঁকে জানিয়ে গেলেন, মেয়ে যত দূর পড়তে চায়, তিনি পড়াবেন। সাদিয়া বলে, সে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হতে চায়। আর হ্যাঁ, সাদিয়া মনে করে, ছাত্রীর পরিচয় সে নিজে। ধর্ম দিয়ে তার কোনও পরিচয় হয় না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Md. Solaiman Sumon ২৫ জুলাই, ২০২১, ৫:৩৯ এএম says : 0
congratulations
Total Reply(0)
Jasim Uddin ২৫ জুলাই, ২০২১, ৫:৪১ এএম says : 0
মাশাআল্লাহ অনেক অনেক দোয়া রহিলো শুভকামনা রহিলো
Total Reply(0)
স্বপন মিয়া ২৫ জুলাই, ২০২১, ৫:৪২ এএম says : 0
Alhamdulillah শুভ কামনা রইল
Total Reply(0)
মিরাজ আলী ২৫ জুলাই, ২০২১, ৫:৪৩ এএম says : 0
খুবই ভালো ফল করেছে। তার জন্য দোয়া রইলো।
Total Reply(0)
মোঃ আনোয়ারুল হক এডভোকেট ২৫ জুলাই, ২০২১, ৭:৪১ এএম says : 0
বোন, তোমার জন্য শুভ কামনা রইলো। সব ছাড়িয়ে তুমি ভারতে অহিংস রাজনৈতিক সরকার গঠনে সহায়ক হবে। তোমাকে অভিবাদন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন