শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চুয়াডাঙ্গায় নতুন করে ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন করোনা শনাক্ত

আক্রান্তে ১ জন ও উপসর্গে ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৮:১২ এএম

চুয়াডাঙ্গায় নতুন করে ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ১জন ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ জুলাই) ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করে আরো জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ২০ জন, দামুড়হুদা উপজেলায় ১০ জন ও জীবননগর উপজেলায় ১১ জন। আক্রান্তের হার ২৫ দশমিক ৭৮,শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৬০ জন। এদিন ২১৯ জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৬ জন। ১২ বছরের এক প্রতিবন্ধী বালিকাসহ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন সরকারী ১৬৭ জন ও বেসরকারী হিসাবে আেেরা বেশী।
চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৮৮৭ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭৮৩ জন ও হাসপাতালে আছে ১০৪ জন। এদিন আরো ২৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন