বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনকে ঠেকাতে লাদাখে আরো ১৫ হাজার সেনা মোতায়েন ভারতের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৯:৩২ এএম

পূর্ব লাদাখ সীমান্তে ১৫ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। গত কয়েক মাসে জম্মু-কাশ্মীর থেকে নর্দান কমান্ডের অধীনে থাকা সন্ত্রাসদমন শাখার প্রায় ১৫ হাজার সেনাকে সেখানে মোতায়েন করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
চীনের ওপর চাপ সৃষ্টি করতে এই সেনা মোতায়েত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন মোতায়েন করা সেনা সদস্যরা প্রতিকূল পরিবেশে পার্বত্য এলাকায় কিংবা মরু এলাকায় যুদ্ধ পরিচালনায় দক্ষ বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।
লাখাদ সীমান্তে অস্থিরতার জন্য দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। গত বছরের জুনের সেখানের চীনের হামলায় কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছিল। গত বছর লাখাদ সীমান্তে চীনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল।
জানা গেছে, ১৫ হাজার জওয়ানকে মূলত সুগার সেক্টরে মোতায়েন করা হয়েছে। যারা লে-এর ১৪ কর্পস কমান্ডোদের সাহায্য করবে। এই অতিরিক্ত বাহিনী পার্বত্য অঞ্চলে কিংবা পার্বত্য মরু অঞ্চলে যুদ্ধ পরিচালনায় অত্যন্ত দক্ষ।
প্রসঙ্গত, গত বছর চীনা হস্তক্ষেপের পর থেকেই এই এলাকায় প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। রয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্রও। এমন পরিস্থিতিতে নতুন ১৫ হাজার সেনা মোতায়েন করায় লাদাখ সীমান্তের নিরাপত্তা আরো জোরদার হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন