শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আ’লীগ ও পুলিশ ভয়ভীতি দেখাচ্ছে এমন অভিযোগ, সিলেট-৩ আসনে জাপার প্রার্থী আতিকের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৭:০৩ পিএম

সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসন জাতীয় পার্টির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। আজ (রোববার) দুপুরে দক্ষিণ সুরমাস্থ দলের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন- নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে পুলিশ তার কর্মীদের ধরপাকড় শুরু করেছে, না যাওয়ার হুমকি দিচ্ছে কেন্দ্রে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠ পর্যায়ে প্রচারণায় বাধা দিচ্ছে, ছিঁড়ে ফেলছে নির্বাচনী পোস্টার। এসময় হুমকি প্রদানকারী পুলিশ কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় আনতে নির্বাচন কমিশন ও আইজিপির প্রতি দাবি জানান তিনি। পাশাপাশি এসব ব্যাপারে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আতিক বলেন- প্রতিপক্ষ জুলুম নির্যাতন করলেও মানুষের ভোটের অধিকারের জন্যই লড়াই করছেন তিনি। এছাড়া নির্বাচন সুষ্ঠু হলে সরকার ও ইসিরই সুনাম হবে উল্লেখ করে নির্বাচনের কমিশনের প্রতি একটি অবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পল্লীবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক ও জেলার আহবায়ক হাজি তোফায়েল আহমদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহসান হাবিব মঈন, জাতীয় পার্টি নেতা বাশির আহমদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন