চলমান কঠোর লকডাউন অমান্য করে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের অনুষ্ঠান করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কনের মাকে দুই হাজার ও ছেলের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করেন। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত. বাদল তালুকদারের মেয়ে মীম আক্তারের সঙ্গে একই ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাকিবের বিয়ে হয়।
গতকাল দুপুরে কনের বাবার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করা হচ্ছিলো। খবর পেয়ে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুজ্জামান ইনকিলাবকে বলেন, ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের মাকে দুই হাজার ও ছেলের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন