বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে পাহাড় থেকে ধেয়ে আসা শিলাখণ্ডের আঘাতে ৯ পর্যটকের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১০:৩৪ পিএম

ভারতের হিমাচল প্রদেশের স্যাঙ্গলা উপত্যকায় পাহাড় থেকে শিলাখণ্ড ধেয়ে এসে মারাত্মক আঘাত হানায় অন্তত ৯ পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৫ জুলাই) স্যাঙ্গলা উপত্যকার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, স্যাঙ্গলা উপত্যকায় পাহাড়ে ভয়াবহ ভূমিধসের সময় শিলাখণ্ড ছুটে এসে একটি সেতুতে আঘাত করলে অন্তত ৯ পর্যটক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। -এনডিটিভি

ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের ওপর থেকে বিশালাকারের বেশ কয়েকটি শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধেয়ে এসে একটি সেতুতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই সেতুটির একটি অংশ নদীতে ভেঙে পড়ে। স্থানীয় পুলিশ সুপার সাজু রাম রানা জানান, হতাহতদের সবাই পর্যটক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, স্থানীয় আবহাওয়া অধিদফতরের সতর্কতায় বলা হয়েছে, আগামী কয়েকদিন ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে ভূমিধস হতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন