শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিসিসি ব্যর্থ হয়েছে -বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৮:০২ পিএম

ঢাকা শহরের ডেঙ্গু উপদ্রব চরম পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর ঘরে ঘরে আজ ডেঙ্গু রোগী। বৈশ্বিক করোনা মহামারি সাথে পাল্লা দিয়ে নগরবাসীকে ডেঙ্গুর মুখোমুখি হতে হচ্ছে। এডিস মশা নিধনে ডিসিসি চরমভাবে ব্যর্থ । বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে সাধারণ ডেঙ্গু রোগীরা চিকিৎসার সুযোগ পাচ্ছে না। বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। ফলে সাধারণ জনগণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারি ও বেসরকারি সকল হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা দ্রুত ও সহজলভ্য করার দাবি জানান তিনি। তিনি আরো বলেন, শত শত কোটি টাকার মশক নিধন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ডেঙ্গু মশা নিধনে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দরুন ঢাকা সিটি করপোরেশনের মশক নিধনের দায়িত্বশীলদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান তিনি। তিনি মশক নিধনে ব্যর্থ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত কমিটির ব্যবস্থা নেয়ার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন