শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অভিষেক বলেই উইকেট!

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়ানডে অভিষেকে তৃতীয় বাংলাদেশী হিসেবে ফিফটির রেকর্ড হাতছাড়া করেছেন মোসাদ্দেক। এবং তা পার্টনার রুবেলের ভুলে। তবে অভিষেক বলে উইকেট শিকারে প্রথম বাংলাদেশী হিসেবে বিরল রেকর্ডটা করে ফেলেছেন এই অফ স্পিনার। হাসমাতুল্লাহকে এলবিডাব্লুতে ফিরিয়ে দিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের ২৪তম বোলার হিসেবে এই রেকর্ডটা হয়ে গেছে তার। অল রাউন্ডার পরিচয়টা পেয়েছেন তিনি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে। ওয়ানডে অভিষেকেই সেই পরিচয়টা ধরেছেন মেলে।   
ওয়ানডে ক্রিকেটে অভিষেক বলে উইকেটের প্রথম উইকেটটা ইংল্যান্ডের জিওফ আরনল্ডের। ১৯৭২ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন এই কৃতি। জানেন যে ইনজামামকে সবাই চেনেন পাকিস্তানের ম্যাচ উইনার ব্যাটসম্যান, ৩৭৮ ওয়ানডে ম্যাচে ১১৭৩৯ রানের এই মালিকও কিন্তু বল হাতে অভিষেক বলে উইকেটের রেকর্ডে লিখেছেন নিজের নাম। ৩৭৮ ম্যাচে বল করেছেন মাত্র ৬ ইনিংসে, পেয়েছেন ৩ উইকেট। তবে অভিষেক বলে উইকেটের বিরল রেকর্ডে তার শিকার কে,জানেন? তিনি ব্রায়ান লারা। ১৯৯১ সালে ফয়সালাবাদে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে ৪৫ রানের মাথায় লারাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছিলেন। ডান হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ইনজাজামকে সবাই চিনলেও বাঁ হাতে করতেন স্পিন! বোলিং ইনিংসের শুরুটা ফয়সালাবাদে হলেও ইনজামামের ওয়ানডে অভিষেক কিন্তু হয়েছে তার আগের ম্যাচে, রাওয়ালপিন্ডিতে। ওয়ানডে অভিষিক্ত হওয়া সেই ম্যাচে ২০ রানে ফিরেছেন তিনি। পাননি বোলিংয়ের দায়িত্ব। দ্বিতীয় ম্যাচেই তার হাতে উঠেছে বল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন