বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:৩৪ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আম পাঠানোর পর এবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে এক হাজার কেজি আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাকার্তায় বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রী প্রেরিত এক হাজার কেজি আম দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত ২১ জুলাই হস্তান্তর করে।

গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্টের সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটকল অফিসার এই উপহার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোঃ+দুলাল+মিয়া ২৭ জুলাই, ২০২১, ২:৪৩ পিএম says : 0
মধ্যপ্রাচ্যের দেশে পাঠানো হলে বেশি ভালো হবে,আরবি নেতারা এই সমস্ত কাজে খুশি হয়ে যায়,
Total Reply(0)
আবুহুরাইয়া ২৭ জুলাই, ২০২১, ৩:০৬ পিএম says : 0
আরব নেতাদের দিলে আরো ভালো কাজে দিবে দেশের মানুষের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন