শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মৌলভীবাজারে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬ জন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ৩:৩৩ পিএম

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ১০৬ জনের শরিরে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। তারা হলেন-রাহিয়া বেগম (৫৫), দুদবাজ বেগম (৭৫), রায়বুন বিবি (৯০), মালেকা বেগম (২৭), আসমা বেগম (৫৮)। তাদের মৃত্যু নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাঃ ফয়ছল জামান।
অপরদিকে সদর উপজেলার বাহারমর্দনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন তৈয়ব মিয়া (৬৫) ও কুলাউড়ায় শামছুজ্জামান বাবুল (৭৩) করোনায় মৃত্যুবরন করেন।
মঙ্গলবার ২৭ জুলাই সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের জেলার ২৫৩ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৯ শতাংশ।
নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ১০ জন, জুড়ীর ২৭ জন, শ্রীমঙ্গলের ৩০ জন, কুলাউড়ার ১৪ জন, কমলগঞ্জে ১৯ জন, বড়লেখায় ৩ জন ও রাজনগরে ৩ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ২৫৩ টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১.৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪,৮৮২ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩,৪৮২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৯ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৫৩ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন