চট্টগ্রামে সড়কে যান চলাচল সে সাথে লোক সমাগম বাড়ছেই। চেকপোস্টে তল্লাশি, ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা করেও লোকজনকে আটকে রাখা যাচ্ছে না। বিধিনিষেধ ভেঙ্গে অনেকে দোকানপাটও খুলে বসছেন। মঙ্গলবার বিধিনিষেধ অমান্য করায় নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১৬ টি মামলা ও ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন, বিআরটিএ ২ জন ও সিটি কর্পোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন