মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা আক্রান্ত আবুল মাল আবদুল মুহিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এখন রাজধানীর বনানী এলাকায় নিজ বাসভবনে থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, চলতি মাসে করোনার কিছু উপসর্গ দেখাসহ শারীরিকভাবে অসুস্থতাবোধ করেছিলেন আবুল মাল আবদুল মুহিত। পরে ২৫ জুলাই করোনার নমুনা দেন তিনি। করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে শাহেদ মুহিতও। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো।

সাবেক অর্থমন্ত্রীর বাসার কেয়ারটেকার বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা পজিটিভ ধরা পড়ায় প্রথমে গুলশান স্কয়ার হাসপাতাল পরে বারডেম হাসপাতালে নেওয়া হয় স্যারকে। এখন সুস্থতাবোধ করায় তিনি বাসভবন থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে তার ছোট ভাই পল্লি শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজনের পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন