শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনার নিষ্টুরতা, একদিন ১৭ জনের মৃত্যু, সনাক্ত ৭৩৬ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৩:০৭ পিএম

করোনার থাবা ক্রমাগত বাড়ছে সিলেটে। অসহায়কর এক পরিবেশ প্রতিবেশ সৃষ্ট হয়েছে করোনার মরণঘাতি আঘাতে। করোনার নিষ্টুর আঘাতে মৃত্যু ও সংক্রমণে নতুন এক উদ্বেগজনক রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১৭ জনের। এ নিয়ে বিভাগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ জনে। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট। এর আগে গত ২৬ জুলাই একদিনে ১৪ জনের সর্বোচ্চ মৃত্যু হয়েছিলো সিলেটে। এছাড়া মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭৩৬ জনের মধ্যে ধরা পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এ বিভাগে এখন পর্যন্ত একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ৭৩৬ জন। গতকাল মঙ্গলবার সিলেটে একদিনে করোনা শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ৭০৮ জনের। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৩৬ জনে দাঁড়ালো। আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৭৩৬ জনকে নিয়ে বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৬৫৪ জনে। এর মধ্যে সিলেট ২০ হাজার ৮০০ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, হবিগঞ্জ ৪ হাজার ৩৪৭ জন, ৫ হাজার ১০৭ জন মৌলভীবাজারে ও ৩ হাজার ৭৮ জন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭৩৬ জন করোনা আক্রান্ত রোগীর ২৮৮ জনই সিলেটের বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন ও া ২২৫ জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জন রোগীর শনাক্ত হয়েছে করোনা। বিভাগে বুধবার দৈনিক শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। যার ৩৮ দশমিক ২৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩৮ দশমিক ৮০ শতাংশ, হবিগঞ্জে ৪১ দশমিক ২২ শতাংশ ও ৪০ দশমিক ৯৮ শতাংশ মৌলভীবাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৭ জন রোগী। তাদের ৯ জনই সিলেট, একজন হবিগঞ্জ ও দুই জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন রোগী মারা গেছেন করোনায়। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৬৫৫ জন। এর মধ্যে সিলেট ৫১৬ জন, সুনামগঞ্জে ৪৮ জন, হবিগঞ্জে ৩০ জন, ৫৫ জন মৌলভীবাজারের ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০ জন, ৩ জন সুনামগঞ্জে, হবিগঞ্জ ৭ জন, মৌলভীবাজারে ৪ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬২ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ২৯ জন ও ২৮ জন ভর্তি রয়েছেন মৌলভীবাজারে। একইদিনে সিলেট বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৫৪ জন। এরমধ্যে ২৪০ জন সিলেটের বাসিন্দা। এছাড়া ৩৫ জন সুনামগঞ্জে, ৩ জুন হবিগঞ্জে, মৌলভীবাজার ৭২ জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯ হাজার ৫৭৪ জন। এর মধ্যে সিলেট ২০ হাজার ১৭৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২২৫ জন, হবিগঞ্জ ২ হাজার ৪৩৮ জন, ৩ হাজার ৫৫৪ জন মৌলভীবাজারে ও ওসমানী হাসপাতালে ১৭৮ জন। এদিকে সিলেটের চার জেলায় র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা রোগী শনাক্ত হয়েছে ২১১ জন। এদেও মধ্যে সিলেট ৩১, সুনামগঞ্জ ৯৯, হবিগঞ্জ ৪৪ ও ৩৭ জন মৌলভীবাজারে। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় বিভাগে ১০১ জনকে নতুন করে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন