বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের কর্নাটকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাসবরাজ বোম্মাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৩:০৮ পিএম

ভারতের কর্নাটকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাসবরাজ বোম্মাই। শপথ উপলক্ষ্যে রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সদ্য নিয়োগ পাওয়া গভর্নর থাওয়ার চাঁদ গেহলত বাসবরাজকে শপথবাক্য পড়ান। এসময় সোমবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো বিএস ইয়েদুরাপ্পাও উপস্থিত ছিলেন।

ইয়েদুরাপ্পা সরে দাঁড়ানোর পর এক বৈঠক শেষে বিজেপির এমপিরা মঙ্গলবার ৬১ বছর বয়সী বাসবরাজকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন।

শপথ নিয়ে প্রথম দিন মুখ্যমন্ত্রী বাসবরাজ কেবিনেট সভার সভাপতিত্ব করবেন বলে জানানো হয়েছে এনডিটিভির খবরে। সভায় রাজ্যে করোনা এবং বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত বাসবরাজ বোম্মাই। বিজেপি থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হন তিনি। একাধিক দফতরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন এই বর্ষীয়ান নেতা।
এদিকে নতুন মুখ্যমন্ত্রীকে শুভ কামনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন