বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে এলজি সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

রাউজান(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৪:১২ পিএম

রাউজানের এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র সহ পুলিশে দিল জনতা।রাউজান পৌর এলাকার ৯নং ওয়ার্ডের আলীখীল সন্দিপপাড়ায় এ ঘটনা ঘটে মঙ্গলবার মধ্য রাতে।২৮ জুলাই থানার দায়েরকৃত মামলা সূত্রে জানাগেছে ঐ এলাকার নুরুল আলমের ছেলে মোঃ আজিম উদ্দিন প্রকাশ আজম(৪৫)দেশিয় তৈরি একটি এলজি বিক্রির উদ্যশ্যো এলাকায় ঘুরোঘুরি করলে স্থানিয়রা তাকে ধাওয়া করে।তখন সে পালাতে গিয়ে সড়কের ইটের সলিনে পড়ে হাতে ও মাথায় আঘাত প্রাপ্ত হন।পরে স্থানিয় জনগন তাকে দেশিয় তৈরী একটি (এলজি),৪ টি কার্তুজ,একটি দা সহ ধরে পেলে।পরে স্থানিয়রা ঘটনাটি স্থানিয় কাউঞ্চিলর জসিম উদ্দিনকে অবহিত করলে কাউঞ্চিলর থানার ওসিকে বিষয়টি জানান।ওসি দ্রুত পুলিশ পাটিয়ে অস্ত্র ব্যবসায়ীকে আটক করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নিয়ে আসেন।পুলিশের এ এস আই মোঃ ইসমাইল অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্বে বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্বে ১/১১/২০০৭ ও ১৮/১০/২০০৯সালে রাউজান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা রুজু রয়েছে বলে পুলিশের দায়েরকৃত মামলায় উল্লেখ রয়েছে।স্থানিয়রা জানান আটক আজম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল।ওসি আবদুল্লাহ আল হারুন ইনকিলাবকে বলেন আজমকে আমরা আদালতে প্রেরন করেছি।তিনি জানান অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড,মাদক ইয়াবা ব্যবসা করলে কেও রেহায় পাবেনা।অন্যায় অপরাধের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন