বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় নতুন করে ৯১৭ জনের করোনা শনাক্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৫:৩৫ পিএম

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার জানান, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৫ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ১৭ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৯১৭ জনের মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া পাবনায় ২০৯ জন, সিরাজগঞ্জে ১৯৮ জন, বগুড়ায় ১০৬ জন, নাটোরে ৮০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নওগাঁয় ৩১ জন ও জয়পুরহাটে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৮১ হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগের আট জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৩৮ জন, নওগাঁয় ১১৬ জন, নাটোরে ১১০ জন, জয়পুরহাটে ৪৯ জন, সিরাজগঞ্জে ৫৮ জন ও পাবনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়। এর মধ্যে গত বছর বিভাগে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৯১৫ জন। এর মধ্যে জুনে ৩২৬ জনের মৃত্যু হয়েছে। আর জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৪০৭ জন।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯৪ জন। এ নিয়ে বিভাগে মোট ৫৭ হাজার ৪৫২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে ১১ হাজার ৩৭৩ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৪ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১২ হাজার ১৭৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন