বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে ৪ নারী সহ আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫৪

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৫:৪৬ পিএম

দক্ষিণাঞ্চলে বুধবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে ৪ নারী সহ আরো ৫ জনের মৃত্যুর সাথে ২ হাজার ৩০৩ জনের নমুনা পরিক্ষায় ৮৫৪ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে ১লাখ ৫৫ হজার ১৩৫ জনের নমুনা পরিক্ষায় মোট সনক্তের সংখ্যা দাড়িয়েছে ৩১ হাজার ৪২৮ জনে। যারমধ্যে চলতি মাসের প্রথম ২৮ দিনেই দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৩৮ হাজার ৩৬১ জনের নমুনা পরিক্ষায় ১২ হাজার ৮৩৯ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের মতে বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড ও নথুল্লাবাদ ছাড়াও গৌরনদীতেও আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে মহানগরীতে মৃত্যুর সংখ্যা দাড়ল ৭৮ জনে। আর বরিশাল জেলায় মোট মৃত্যুর সংখ্যা এখন ১১৪। জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় ছিল ২৮৮।
গত ২৪ ঘন্টায় ঝালকাঠীতে আক্রান্ত ৮১ জনের মধ্যে রাজাপুরে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলের ছোট এ জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৮৫৪ জনের মধ্যে ৫৫ জনের মৃত্যু হল।

পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় নতুন ৬৯ জনের দেহে করোনা পজিটিভ সনাক্তের বিপরিতে মঠবাড়ীয়ার সাপলেজাতে এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে মোট আক্রান্ত ৪ হাজার ২১০ জনের মধ্যে মারা গেলেন ৫৮ জন।
পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ১৬৮ জন করোনা আক্রান্ত হলেও কোন মৃত্যু সংবাদ ছিলনা। জেলাটিতে ইতোমধ্যে ৩ হাজার ৯৫১ জন আক্রান্তের মধ্যে ৭৩ জনের মৃত্যু হয়েছে। ভোলাতেও গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৩ হাজার ৪০২ জন আক্রান্তের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে।

বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ৭২ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে ২,৭৪৬ জনের দেহে করোনা সংক্রমন সনাক্ত হলেও মৃত্যু হয়েছে ৬৩ জনের। তবে গত ২৪ ঘন্টায় এ জেলায় কোন মৃত্যু সংবাদ ছিলনা বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
আর স্বাস্থ বিভাগের অনুমিত হিসেবে দক্ষিণাঞ্চলে আরো ১৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে এ অঞ্চলে সর্বমোট ১৮,৪৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ অঞ্চলে সুস্থতার হার আরো হৃাস পেয়ে এখন ৫৮.৭৫%।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন