মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৯০ ভাগ প্রাপ্তবয়স্ককে টিকাদান সম্পন্ন ভুটানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ভারত ও চীনের মাঝখানে অবস্থিত আট লাখ জনসংখ্যার ছোট্ট দেশ ভুটানে ২০ জুলাই থেকে শুরু হয় টিকার দ্বিতীয় ডোজ। ইউনিসেফের মতে “এটি সম্ভবতঃ গোটা মহামারি সময়কালের সবচেয়ে দ্রুত টিকা কার্যক্রম”। হিমালয় রাষ্ট্র ভুটান তার মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশের টিকা দেয়া পুরপুরি সম্পন্ন করেছে মাত্র সাত দিনে। ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত এপ্রিল মাসে ভারতের কাছ থেকে ৫৫০,০০০ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাবার পর ভুটান সরকার বলেছিল যে পরিমাণ টিকা পাওয়া গেছে সেই পরিমাণ প্রাপ্তবয়স্ক মানুষকে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে টিকার প্রথম ডোজ দেয়া সম্পন্ন হয়েছে। এটি সেই সময়ে সংবাদ শিরোনাম হয়েছিল। তবে কয়েকমাসের মধ্যে ভুটান টিকার সংকটে পড়ে যখন ভারত নিজ দেশে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে টিকা রপ্তানি থামিয়ে দেয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘের কোভাক্স কর্মসূচীর আওতায় ভুটানকে পাঁচ লাখ মডার্না টিকা দেয়ার পর দেশটিতে আবারো টিকা কার্যক্রম শুরু হয়। দেশের ১২০০ টিকা কেন্দ্রে ৩ হাজার স্বাস্থ্যকর্মী টিকা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং তারা নিশ্চিত করেছেন যেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক জনগণ টিকা নেন। এপি, ভিওএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন