শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘গাদার’ সিকুয়েলে ফিরবেন সানি দেওল-আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০২ এএম

২০০১ সালের ‘গাদার : এক প্রেম কথা’ ফিল্মটি দৃশ্য ও সংলাপের বদৌলতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। পরিচালক অনিল শর্মা সানি দেওল এবং আমিশা প্যাটেলকে নিয়ে ‘গাদার ২ : এক প্রেম কথা’ নির্মাণ করবেন বলে জানা গেছে। মূল চলচ্চিত্রে শর্মার ছেলে উৎরাক্ষ শর্মাও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিল; তিনিও দ্বিতীয় পর্বে ফিরবেন। মূল ‘গাদার’-এর পটভূমি ছিল ভারত বিভাগ; কাহিনী ছিল এক ট্রাক চালক তারা সিং (সানি) এবং পাকিস্তানি তরুণী সাকিনা আলির (আমিশা) প্রেম নিয়ে। অনিল শর্মা এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি ফিল্মটির। সংবাদ সূত্র অবশ্য জানিয়েছে, তিনি এখন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন এবং অচিরেই ঘোষণা দেবেন। প্রাপ্তবয়স্ক হয়ে উৎরাক্ষ নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘জিনিয়াস’ ফিল্মে অভিনয় করেছেন। ‘গাদার : এক প্রেম কথা’তে আরও অভিনয় করেছিলেন লিলেট দুবে, অমরিশ পুরী এবং সুরেশ ওবেরয়। অনিল শর্মা বর্তমানে ২০০৭ সালের ‘আপনে’র সিকুয়েলের চিত্রনাট্য লেখা শেষ করেছেন। ধর্মেন্দ্র এবং তার দুই ছেলে সানি দেওল আর ববি দেওলের অভিনয়ে ‘আপনে ২’ হবে একটি স্পোর্টস ড্রামা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন