বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজার তিনদিনের টানা বর্ষণে লাখো মানুষ পানি বন্দী

পাহাড় ধস ও ঢলের পানিতে প্রাণ হারিয়েছেন ১২ জন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৮:৪৬ পিএম

সাগরে লঘুচালের প্রভাবে টানা তিনদিনের প্রবল বৃষ্টিপাতে কক্সবাজার জেলার ৯ উপজেলাতেই পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। আজ এক দিনেই উখিয়া, টেকনাফ, মহেশখালী, রামু ও ঈদগাঁও উপজেলায় পাহাড় ধস ও ঢলের পানিতে টেকনাফে একই পরিবারের ৫জনসহ প্রাণ হারিয়েছে ১২ জন।

প্রবল বর্ষণ এখনো অব্যাহত রয়েছে। জেলার দুই প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের পানি দুকূল উপচিয়ে হাজারো ঘরবাড়িতে ঢুকে লাখো মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।

পানিতে ডুবে গেছে কক্সবাজার-টেকনাফ সড়কের কয়েকটি স্থান। পানিতে ডুবে অধিকাংশ অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন